দাকোপে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হাজারো দর্শকের মিলন মেলা
ডেক্স রিপোর্ট
দাকোপের সিটিবুনিয়ায় হয়ে গেল ঐতিহাসিক গ্রাম বাংলার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।
গত ইং ২২ই মে রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় দাকোপ উপজেলার ২ নং দাকোপ ইউনিয়নের সিটিবুনিয়ায় শ্বশান কালি পূজা উদযাপন উপলক্ষে
ঐতিয্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়,এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা উপজেলা থেকে চারটি ঘোড়া অংশ গ্রহণ করেন।
ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়। তাছাড়া ঘোড়া দৌড় প্রতিযোগিতার পরে রাত ৮ টায় গ্রামবাংলার যাত্রাপালা উপভোগ করেন।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন সাহেব,
উপস্থিত ছিলেন দাকোপ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বাবু রবীন্দ্রনাথ রায়( সুপদ) জনাব ক্রীতিশ চন্দ্র রায়, সরোজিত কুমার (কন্জু) হারুন উর রশীদ, ইউপি সদস্য বিশ্বজিৎ বাবু, মহিলা মেম্বার কনিকা মন্ডল, লক্ষী রানী ,
উন্নতম যুবলীগ নেতা জনাব সমিরন মন্ডল, দাকোপ উপজেলার কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসিব গাজী, বিশিষ্ট ব্যবসায়ী, যুবলীগ নেতা গরীবের কান্ডারী, সুখ দুঃখের সাথী জনাব আসাদুজ্জামান জামাল সাহেব সহ
উপস্থিত ছিলেন দাকোপের কৃতিসন্তান,যার শুরে মুখরিত সারা বাংলা,যার কথা সকল মানুষের মুখে আর প্রানে প্রানে।
সে আর কেহ নয়, আমাদের সকলের প্রিয় মানুষ প্রচারম্যান জনাব আইয়ূব আলী সাহেব প্রমুক।