ডেস্ক রিপোর্টঃ মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।২ অক্টোবর রোজ বুধবার খুলনার দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামের প্রান্তীক বিশ্বাস (২৫) নামের এক যুবক নিজ বাড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। প্রাথমিক সুত্রে জানা যায়, ওই দিন দুপুরে যুবক প্রান্তীক বিশ্বাস তার মায়ের কাছে প্রায় ৫০ হাজার টাকা আবদার করে। তখন মার কাছে টাকা না থাকায় যুবক অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। সে ওই এলাকার প্রদীপ বিশ্বাসের পুত্র। ছেলেকে হারিয়ে মায়ের আত্ননাদ ও আহাজারিতে হাসপাতাল চত্বর ভারি হয়ে উঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়। ওই সময় এলাকার ইউপি সদস্যসহ যুকের পরিবারের সদস্যরা পুলিশকে লাশের বিষয় তথ্য দিতে আইনী প্রক্রিয়ার বিষয় প্রস্তুতি চলছিল।

পোস্টটি শেয়ার করুনঃ