ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলায় একাদিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ই ডিসেম্বর উদযাপনে অনিয়ম। আজ বাঙ্গালী জাতির এক আনন্দ উল্লাসের স্মৃতিস্নরণের দিন। সেই সাথে লাখো শহীদদের রক্তে লাল সবুজের পতাকায় হাত ছানি দিয়ে দাড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। বাঙ্গালী জাতি আজ এ দিনটি যথাযথ মর্যাদায় সরকারী সকল বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন দিনটি শ্রদ্ধার সাথে পালন করে।কিন্তু, প্রশাসনিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অমান্য করে দিনটিকে কুলোচিত করেছে। শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা যায়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর নোটিশ প্রদান করার হয়। নোটিশে উল্লেখ থাকে যে, স্ব স্ব প্রতিষ্ঠানে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এবং সূর্যস্থ যাওয়ার সাথে সাথে পতাকা নামানোর বিষয় উল্লেখ থাকে। দাকোপের সকল শিক্ষা প্রতিষ্ঠান দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের নোটিশ পেয়ে প্রতিষ্ঠানের প্রধানরা সঠিক নিয়ম পালন করে। কিন্তু,এখানে ৬ টা ৫০ মিনিটে খোনা কে বি মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা যায় পতাকা উত্তোলন করা হয়নি। তাছাড়া এখানে সকাল ৭ টা ১০ মিনিট হয়ে গেলেও মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। এ বিষয় কে বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক সময়ে পতাকা উঠিয়েছি। এবং পতাকা উত্তোলন করে ফেসবুকে একটি পোস্টও দিয়েছি। অন্য দিকে মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় সাক্ষাৎ করা সম্ভব হয়না। কিন্তু, সহকারী শিক্ষক, শফিকুল ইসলাম বলেন, আমি নিজে পতাকা উঠিয়েছি, ফজরের নামাজ আদায় করে এসে একটু দেরি হয়ে গেছে। পরে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর চাইলে, সহকারী শিক্ষক বলেন, মোবাইল নম্বর দেওয়া নিষেধ আছে। পরে দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে কল করলে রিসিভ হয় না।

(পর্ব নং-১)

পোস্টটি শেয়ার করুনঃ