দাকোপে ঐতিহাসিক বিপ্লবী সংহতি দিবস ও আলোচনা সভা
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা বিএনপি কার্যলায়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান খানে সভাপতিত্বে ও শেখ মোঃ মোজাফফর হোসেনের উপস্থাপনায় আহবায়ক চালনা পৌরসভা বিএনপি বক্তারা বক্তব্য রাখেন। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।এ ছাড়া উপজলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে সমাবেশ চত্বর।দাকোপ উপজেলা সুতারখালী বিএনপির আহবায়ক আঃ বারিক গাজী ও মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল সুতারখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে সঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।এর আগে ট্রলার যোগে সুতারখালী থেকে নদী পথে শত শত বিএনপির নেতাকর্মীরা চালনা মেরিন কোম্পানি লিঃ এর সামনে এসে নামে। এ সময়ে মিছিলের প্রধান নেতৃত্বদানে বিশেষ ভূমিকা রাখেন সুতারখালী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শেখ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন,জুবায়ের রহমান, যুগ্ম আহবায়ক, সুতারখালী ইউনিয়ন বিএনপি, রবিউল ইসলাম গাজী, সাইফুল ইসলাম সরদার,জুল্লুর রহমান (নাটু) মাসুদ গাজী, আঃ লতিফ সানা, মাহামুদ গাজী, কামরুজ্জামান (খোকন) শেখ বদিউর রহমান, আনিসুজ্জামান, শহিদুল গাজী,মাকফুর রহমান, মারুফ গাজী, গোলাম রসুল, আসাদুজ্জামান ইসলাম (মিন্টু) গফুর গাজী আজিজুর, বাবুল,জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর গাজী, খোকন মুল্লিক, শাহা আলম, মি্লটন, আলামিন ফকির, আব্দুল্লাহ গাজী, জিয়া, মাসুম, বাবু বাপ্পি সরদার,হযরত, জাহাঙ্গীর সরদার,তপন, মুনির, আতিক, সবুজ প্রমুক। এছাড়া উপজেলা যুবদলের পক্ষে খাটাইল গ্রামের কৃতিসন্তান আঃ রাজ্জাক শেখের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশ চত্বরে পৌছায়।