দাকোপে উপনির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী ফাতেমা আক্তার
মোকলেছুর রহমান
ফাতেমা আক্তারের তুলনা কারো সাথে চলে না। দাকোপের টিটা পল্লীর বাসিন্দা সৎ সাহসী কন্যা ফাতেমা।
দাকোপের চালনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আঃ হালিম মুন্সির কন্যা ফাতেমা আক্তার একজন সৎ সাহসী এল এল বি অনার্সে উত্তির্ন মিষ্টভাষী কন্যা।
ফাতেমা আক্তার একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি এক সন্তান ও স্বামীর সংসারে সুখ শান্তিতে জীবনযাপন করছেন।
জানা যায়, দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার গত ইং ১০ ই এপ্রিল সন্ধ্যায় খুলনার একটি বেসসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।
তারপর থেকে দাকোপ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদ খালি আছে।
তাই দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী হিসাবে উপনির্বাচনে ফাতেমা আক্তার মানুষের দুয়ারে দুয়ারে দোয়া ও আশীর্বাদ নিয়ে নির্বাচনে লড়াইের সৈনিক হিসেবে লড়তে চান।
ফাতেমা আক্তার বলেন,আমি দাকোপের মেয়ে, আমাকে সবাই ভালো বাসে, আমি সবার ভালো বাসা নিয়ে সকলের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন দাকোপ উপজেলার সকল শ্রেণির মানুষকে নিয়ে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই।
ফাতেমা আক্তার, দাকোপ উপজেলা সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।