দাকোপে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলনের কমিটি ঘোষণা করেছে। ২৫ শে অক্টোবর রোজ শুক্রবার বাদজুম্মা বিকাল ৩ টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা কার্যলয়ে এক পরিচিত সভা শপথ গ্রহণ ও তারবিয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ শাকিল আহমেদ রাসেলের সভাপতিত্বে ও এস এম আবুল হোসেনের পরিচালনায় ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি সাইফুল্লাহ খালিদ নাজমুল,সাধারণ সম্পাদক যুব আন্দোলন খুলনা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখা, এ ছাড়া উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন দাকোপ উপজেলা শাখা। তারবিয়ত ও সাধারণ পরিচিতি সভা শেষে যুব আন্দোলনের কমিটি ঘোষনা করেন। দাকোপ উপজেলায় যুব আন্দোলনের কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শাকিল আহমেদ রাসেলকে এবং সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনকে ঘোষণা করেন এর মধ্য অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আছাবুর রহমান গাজী,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শেখ, দপ্তর সম্পাদক মুফতি মোঃ ফেরদৌস, অর্থ সম্পাদক মোঃ কারিমুল গাজী, প্রচার সম্পাদক মোঃ মাহাফুজ সরদার,প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরদার,দাওয়াতও প্রশিক্ষণ সম্পাদক হাঃ মোঃ আবুল কালাম আজাদ,যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মোঃ রবিউল সানা,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইমরান আলী গাজী, আইন বিষয়ক সম্পাদক জি এম ইউনূস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাও মোঃ আনোয়ার হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাঃ মোঃ আনোয়ার শেখ, মানবিকার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম গাজী, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ খানজাহান ফকির,সংখ্যালঘু সম্পাদক হাঃ আঃ রহিম,উপঃ সম্পাদক মোঃ বদিরুজ্জামান সরদার,উপঃ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরদার,উপঃ সম্পাদক মোঃ জাকির মোড়ল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা কমিটির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।