ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। গত ইং ২রা মার্চ দাকোপের সাহেবের আবাদ মেইন সড়কের পাশে ৪/৫ জনের একটি দল সরকারি গাছ কেটে নিয়ে প্রস্তুত করতে দেখা যায়। ওই সময় শ্রমিক দলের সরদার মার্কাস আলোর খবরকে জানান, এ গাছ মেম্বার সুকুমার রায় বিক্রি করেছে, অনিন্দ শীলের নিকট। তাছাড়া মেম্বারের কাছে গেলে আপনি এ বিষয় পরিষ্কার জানতে পারবেন। পরে উপস্থিত অনিন্দ শীল জানান, আমার শশুর অপূর্ব শীল সুকুমার রায় মেম্বারের নিকট হইতে ক্রয় করে আমাকে দিয়েছে। তাই আমি আমার মিলের শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছি। পরে মেম্বারের সাথে সাক্ষাৎ হলে মেম্বার বলেন,আমি যখন এস এস সি পরীক্ষা দিয়ে ছিলাম, তখন আমার নিজ হাতে এ গাছ লাগানো হয়। খবর নিয়ে জানা যায়, গাছটি এখনো পর্যন্ত অপূর্ব শীলের জামাই অনিন্দ শীল, পিতা অরবিন্দ শীলের একমাত্র কাঠের সমিলে রাখা হয়েছে। এ বিষয় এলাকাবাসি ও সুশীল সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, সরকারি মাল নষ্টসহ আত্মসাৎতের অপরাধে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

পোস্টটি শেয়ার করুনঃ