দাকোপে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা

ডেস্ক রিপোর্টঃ উপজেলা নির্বাচনকে সামনে রেখে একাদিক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীর গুনজন। জানুয়ারী মাসের শেষ সপ্তাহে উপজেলা নির্বাচনীয় তপশিল ঘোষণা করতে পারে ইসি। খুলনার দাকোপ উপজেলাসহ অনেক উপজেলা গুলোতে প্রার্থীরা নির্বাচনীয় প্রচার-প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা তাদের পরিচিতি ও দোয়া আশীর্বাদ নেওয়াসহ প্রার্থীদের দৌড়ঝাঁপ ব্যস্ততা উপলব্ধি করা গেছে। তাছাড়া দাকোপ উপজেলার অনেক এলাকাসহ পাড়ামহল্লা ঘুরে দেখা যায়, এবার উপজেলা নির্বাচনে একাধিক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীদের নতুন আগমন ঘটেছে। তাদের নামে বিভিন্ন ফেসবুক পেইজসহ গণমাধ্যম কর্মীরা নাম প্রকাশ করেছেন।পাশাপাশি উক্ত প্রার্থীরা নিজ আইডি দিয়ে ব্যানার ক্যালেন্ডার তৈরি করে ইত্যাদি উপায়ে প্রকাশে ব্যস্ত রয়েছে। তাছাড়া অন্যদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছে,কয়কটি নতুন পুরানো মুখ। সব মিলে সম্ভাব্য প্রার্থী দেখা গেছে, উপজেলা চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান গৌরপদ বাছাড়,সাবেক খুলনা জেলা পরিষদের সদস্য কে এম কবির হোসেন, সাবেক ছাত্র নেতা, এ্যাডঃ জিএম কামরুজ্জামান, সাবেক মেয়র ডাঃ অচিন্ত কুমার মন্ডল। এর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন ও শেখ যুবরাজ, এ্যাডঃ জিএম কামরুজ্জামান প্রচার প্রচানায় আগাম এক ধাপ এগিয়ে। পাশাপাশি অন্যান্য প্রার্থীরা নীরবতায় থাকলেও নিকটতম নেতাকর্মী জনসাধারণদের সাথে বিভিন্ন এলাকাপাড়া মহল্লায় মতবিনিময় সভাসহ লিফলেট বিতরণ গণসংযোগ করছেন। অন্যদিকে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা নির্বাচনে দাকোপ উপজেলা থেকে একাধিক নতুন মুখের দেখা মিলেছে। তার মধ্যে রয়েছে, যুবলীগ নেতা, শেখ জাহিদুর রহমান (মিল্টন) সাংবাদিক আজগর হোসেন সাব্বির,মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুবলীগ নেতা তাপস জোয়ার্দার,মোঃ কামরুল ইসলাম,গাজী আরিফুল ইসলাম। এছাড়া মহিলা ভাইস- চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর গুঞ্জন শোনা যাচ্ছে, সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য জয়ন্তী রানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুভদ্রা সরকার, বিথীকা রায়,ফাতেমা আক্তার। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটরা আসা করছেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে। এবং ২০২৪ এর নির্বাচন হবে এক জমজমাট আনন্দ মুখোর আর প্রতিদ্বন্দ্বিতার।

পোস্টটি শেয়ার করুনঃ