দাকোপে অবৈধ বিদ্যুৎ সংযোগে একই পরিবারের শাশুড়ী-বৌ’মার মৃত্যু
অচিন্ত দাস,বাজুয়া প্রতিনিধিঃ দাকোপ উপজেলার লাউডোবে অবৈধ বিদ্যুৎ সংযোগে অসাধারণতায় শাশুড়ী ও বৌ’মার মৃত্যু। এলাকায় শোকের ছায়া। খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের লাউডোব গ্রামের গ্রাম্য দাঁতের ডাক্তার অশোক কুমার মন্ডলের মা-জননী ও স্ত্রী। আজ সকাল আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় বাড়ির পার্শ্বের একটি ক্ষেতে শাক-সবজি তোলার উদ্দেশ্য যায়।গরমের ধান রূপনের পর থেকে ইঁদুর থেকে রক্ষা পেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে বলে জানা যায়। তাছাড়া স্থানীয় সুত্রে আরো জানা যায়,প্রতি দিনের ন্যায় সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দিয়ে আবার সকালে তা বন্ধ রাখা হয়। কিন্তু, গত ইং (১৮ মার্চ) রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে তা আর বন্ধ না করে ক্ষেতে শাক-সবজি তোলার উদ্দেশ্য শাশুড়ী ও বৌ’মা প্রবেশ করে।এবং বিদ্যুৎ সংযোগে স্পষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এলাকা বাসি ও স্থানীয়দের অভিযোগ,এ মৃত্যুর জন্য দায়ী পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তারা। তাদের অবহেলা আর সঠিক ভাবে দায়িত্ব পালন না করার কারণে এমন বিপদ। এলাকাবাসি আরো বলেন, দাকোপে প্রতিবছর ধান ও তরমুজের মৌসুমে অবৈধ বিদ্যুৎ সংযোগে অনেকের প্রাণ হারাতে হয়। দাকোপের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে গ্রামে এ অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ইদুর মারা ফাঁদ তৈরী করে রাজস্ব আয়কর ফাকি ও দেওয়াসহ জীবন হারতে হচ্ছে।এই মহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে দিন দিন এমন মৃত্যু বাড়বে বলে এলাকা বাসির ভাষ্য। তাই দাকোপ উপজেলার সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের জোর দাবি, দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।এবং দাকোপে সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের জোর দাবি জানান।