ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন। জানা যায়,১৫ অক্টোবর মঙ্গলবার বাজুয়া লাউডোব ইউনিয়নের মধ্যেস্থ সাপ্তাহিক হাট বাজারের দিন ছিল।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছে। এমন খবর পেয়ে দাকোপ উপজেলা মৎস্য অবিদপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস পুলিশের সহযোগীতায় নিষিদ্ধ কারেন্ট জালের উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।জানা যায়, পাইকগাছা এলাকার মেহেদী হাসানকে ৫ হাজার ও উপজলার চালনা এলাকার মিলন শেখকে ৩ হাজার টাকা। এ সময় মৎস্য অফিসার বলেন,আমাদের কার্যক্রম চলমান থাকবে তাছাড়া প্রত্যেকটি হাট বাজারে এভাবে অভিযান পরিচালনা করা হবে।পরে অবৈধ জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদের সামনে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ