মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ কোটি ৩৬ লাখ ১২ হাজার ৬৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।ইভলভ প্রকল্প সিএনআরএস এর সহযোগিতায় রবিবার (১ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাকোপ উপজেলার সাবেক আহবায়ক অসিত কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ হোসেন। সভার সঞ্চালনায় ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা এস এম এমরান আলী। সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন তাঁর বক্তব্যে বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন। উন্নয়ন প্রকল্পগুলোর পরিকল্পনা প্রণয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”প্রধান অতিথি অসিত কুমার সাহা বলেন, “ইউনিয়ন পরিষদ হলো তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনগণের অধিকার ও সেবার প্রশ্নে এই স্তরেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”উল্লেখ্য, ঘোষিত বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও নারী-শিশু কল্যাণসহ বিভিন্ন খাতে ব্যয়ের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ