দাকোপের হোগলাবুনিয়া গ্রামের যুবক মান্নার মটরবাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৩ | ১১:৪৭
99 ভিউ
দাকোপের হোগলাবুনিয়া গ্রামের যুবক মান্নার মটরবাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু!
দাকোপ প্রতিনিধিঃদাকোপের হোগলাবুনিয়া গ্রামের মটরবাইকে দুর্ঘটনায় যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোক।বুধবার ৩০ আগষ্ট আনুমানিক বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ মিন্টু শেখের ছোট পুত্র মান্না শেখ (২৫) মোটরবাইকে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, মান্না শেখ মটরবাইক নিয়ে বাড়ি থেকে চালনা বাজারের উদ্দেশ্যে বের হয়ে উপজেলার পানখালী জাহিদুর রহমান (মিল্টন) এর কাঁকড়ার হ্যাচারীর সামনে আসলে তার মটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সাথে সজোরে আঘাত লাগে। সাথে সাথে স্থানীয় লোকজন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। মান্নার মাথায় গুরুতর আঘাত লাগে ও মাথা ফেটে যায়। মাথা ফেটে অনেক রক্তক্ষরণ হয়। এ যুবকের এমন অকাল মৃত্যুর খবরে হাসপাতাল মোড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য হাজারও লোকের ভিড় চোখে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ লাশ হাসপাতাল থেকে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল।