মাও আল মামুন: দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মধ্যপাড়া পাড়া জামে মসজিদ ভবনে তাবলীগ জামায়াতে জোড় অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৬ নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে উক্ত অনুষ্ঠানে আলোচনা পেশ করেন, সুতারখালী ইউনিয়নের তাবলীগের আমির মুন্সি আরশাদ আলী গাজী, আরো আলোচনা করেন, হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, মাওঃ আল মামুন মুক্তি কামরুল ইসলাম মাওলানা ইসমাইল বিশ্বাস এবং ঢাকার মুরুব্বিরা বলেন, কিভাবে সারা উম্মতি মুহাম্মাদি ঈমান ওয়ালা হতে পারে পরহেজগার মুত্তাকী হতে পারে ,আলোচনা শেষে তিন দিনের একটি জামাত আল্লাহর রাস্তায় বের হয়।

পোস্টটি শেয়ার করুনঃ