সুতারখালী ইউনিয়ন প্রতিনিধিঃ হাফেজ মোঃ আল মামুন, ৫ অক্টোবর রোজ শনিবার কালাবগি গাজীপাড়া জামে মসজিদ ভবনে সময় সকাল ১০ ঘটিকা হইতে বিশেষ তাবলিক জামাতের ব্যবস্থাপনায় ইসলামি শরিয়ত ও বিভিন্ন বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়। এসময়ে আলোচনা করেন, সুতারখালী ইউনিয়নের তাবলীগের আমির জনাব মুন্সি আরশাদ আলী গাজী, আরো আলোচনা করেন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, মাওলানা ইসমাইল বিশ্বাস বলেন কিভাবে সারা উম্মতি মুহাম্মাদি ঈমান ওয়ালা হতে পারে পরহেজগার মুত্তাকী হতে পারে , আলোচনা শেষে তিন দিনের একটি জামাত আল্লাহর রাস্তায় বের হয়।

পোস্টটি শেয়ার করুনঃ