দাকোপের সুতারখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


ডেস্ক রিপোর্টঃ গতকাল দুপুর ২ টায় দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবীকে নিয়ে কটুক্তি ও বিজেপি সাংসদ সেই বক্তব্যের সমর্থন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নলিয়ান মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের ইউনিয়ন সভাপতি মুফতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন,বিশেষ অতিথি ছিলেন উপজেলার জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি শাহাদাত হোসেন, কামারখোলা ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুল কাদের সানা। বক্তব্য রাখেন সুতারখালি ইউনিয়নে মুখপাত্র মাওলানা আল মামুন, সহ-সভাপতি মোঃ সামেজ উদ্দিন সরদার,মাওলানা ইসমাইল বিশ্বাস, ক্বারী আলম মোল্লা, মুফ্তি ইনামুল হক, মাওলানা আলী হাসান, মাওলানা শাহিনুর রহমান, হাফেজ আকরাম হোসাইন,মাওলানা আবু তালেব, হাফেজ আব্দুল্লাহ, জনাব আশরাফ আলী, মাওলানা ইমামুল ইসলাম, মোহাম্মদ আরাফাত হোসেন, ছাত্রনেতা কারী রাকিবুল ইসলাম, আবিরুল ইসলাম সানি সহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় নিন্দা প্রস্তাব করার আহবান জানান। সমাবেশে শেষে বিক্ষুব্ধ শতশত জনতার মিছিলটি নলিয়ান বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।