দাকোপের সাহেবের আবাদ ২কিঃ রাস্তা কাঁদা মাটি দুর হয়নি ৫০ বছরেও


দাকোপের সাহেবের আবাদ ২কিঃ রাস্তা কাঁদা মাটি দুর হয়নি ৫০ বছরেও
ডেস্ক রিপোর্টঃদাকোপের সাহেবের আবাদের মাঝামাঝি প্রায় ২ কিলোমিটার রাস্তা কাঁদা মাটির চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকা বাসির।
দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁদা মাটির রাস্তা।
এ রাস্তা দিয়ে ২নং দাকোপ ইউনিয়নের ৪টি ওয়ার্ডের জনগনের চলাচলের এক মাত্র রাস্তা।
একটি বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় সকল যানচলাচল। বন্ধ হয়ে পড়ে ভ্যান চালক শ্রমিকদের আয় রোজগার।
তাছাড়া চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সকলের।
এলাকা বাসির জানান,স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলেও কোন সাড়া পায়নি।
সাহেবের আবাদ এলাকা বাসি মাননীয় ইউএনও মহোদয় ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুদৃষ্টি কামনায় দ্রুত কাঁদা মাটি মুক্ত রাস্তার দাবি করেছেন।