ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলা সাহেবের আবাদ গ্রামের শিক্ষক দেব প্রসাদ গাইনের বাড়ি কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীর মাথায় গুরুতর আঘাত। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১ জন। জানা যায়, আজ ২৯ জুন রোজ শনিবার উপজেলার ২নং দাকোপ ইউনিয়ানের ৩নং ওয়ার্ডের মৃত কৃষ্ণ পদ গাইনের পুত্র স্কুল শিক্ষক দেবপ্রসাদ গাইনের বাড়িতে। রাজমিস্ত্রী টিউবওয়েলের মেজে পাকা করার কাজ করতে যায় চুনকুড়ির বাসিন্দা ধীরাজ মন্ডল।আজ দুপুর আনুমানিক ২টার দিকে একাই এলাকার বাসিন্দা নিকটতম প্রতিবেশী মৃত অনিরুদ্ধের পুত্র
সৌমেন্দ্রনাথ (গোশাই) (৩৫) হঠাৎ অকথ্য গালিগালাজ করতে করতে তেড়ে আসে। এবং মিস্ত্রীকে কাজ বন্ধ করতে বলে। তখন পাশে থাকা মেইন মিস্ত্রি ধীরাজ মন্ডল কারণ জানতে চাওয়া মাত্রই ওমনি মাথায় সজোরে ইট দিয়ে আঘাত করে। তখন ধীরাজ মন্ডল মাটিতে লুটে পড়ে। ছটপট করতে থাকে ও মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে।সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। মাথায় পাঁচটি শেলাই লাগে।চিকিৎসক জরুরি ভিত্তিতে সিটি স্কিন করার পরমর্শ দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনার বিষয় আলোর খবরকে বাড়ির মালিক দেবপ্রসাদ গাইন জানান, আমি দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইনজিবী সমিতির সদস্য। আমি আইনকে শ্রদ্ধা করি। সৌমেন্দ্র নাথদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। তাদের সাথে আমাদের আপাতত কোন বিরুদ্ধ নেই। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করে আসছি।আজ আমি বাড়ির টিউবওয়েলের মেজে পাকা করতে পাঁচ জন মিস্ত্রিকে কাজে লাগায়। তারমধ্য ধীরাজ মন্ডল নামের মেইন মিস্ত্রিকে ইট দিয়ে মাথা সজোরে আঘাত করে সৌমেন্দ্র (গোশাই)। তিনি আরো বলেন, সরাসরি আরো ৪ জন লিভার মিস্ত্রি ১) বিপ্লব গাইন ২) গোপাল বাউলী, ৩)প্রদত্ত বাইন,৪) গনেশ সরদার উপস্থিত ছিলেন। তারা সব জানেন এবং সাক্ষী। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় এবং আইনী পরামর্শ প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুনঃ