দাকোপের সাহেবের আবাদে দু’পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ কামরুল ইসলাম গাজীঃ দাকোপে রামপ্রসাদ গাইনের পারিবারিক রাস্তা বন্ধ করে অমানবিকাতর পরিচায় দিয়েছেন সৌমেন্দ্রনাথ গাইন ও তার মাতা পারুল গাইন। খুলনার দাকোপ উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামে জমিজমার বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর রামপ্রসাদ গাইনের পরিবারের সদস্যেদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। এ ঘটনায় রামপ্রসাদ গাইন বাদী হয়ে সৌমেন্দ্রনাথ গাইন ও তার মাতা পারুল গাইনের নাম উল্লেখপূর্বক দাকোপ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, সৌমেন্দ্রনাথ গাইন ও পারুল গাইনের সাথে রামপ্রসাদ গাইনের দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরুদ্ধ চলে আসছে। গত ইং ১৮ সেপ্টেম্বর সৌমেন্দ্রনাথ গাইনসহ কিছু বহিরাগত লোক নিয়ে জোরপূর্বক রামপ্রসাদ গাইনের পরিবারের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হুমকিধামকি প্রদর্শন করে এবং অকথ্য গালিগালাজ করে বলে জানান। এ ঘটনা রামপ্রসাদ তার পরিবার নিয়ে চরম দুর্ভোগে রয়েছে। রামপ্রসাদ গাইন আলোর খবরকে জানান,আমাদের এ মহল্লার অধিকাংশ লোক বাইরে থাকেন। অনেকেই সমাজিক সংগঠন, প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমিও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি। আমার পরিবারের উপর চরম অত্যাচার ও জুলুম করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার পরিবারের সদস্যেদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল কলেজে যেতে পারছে না ছেলেমেয়েরা। তাছাড়া এই মহূর্তে পরিবারের কেহ অসুস্থ হলে বের হওয়া কঠিন। আমি নিরুপায় হয়ে গত ইং ১৮ সেপ্টেম্বর বাদী হয়ে অভিযোগ করি।
গত ইং ১৯সেপ্টেম্বর দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং দু পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের লক্ষে পথ সকলের সুবিধার জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়। দাকোপ থানা পুলিশ দু’পক্ষকে আসছে আগামী ২৩ সেপ্টেম্বর রোজ শনিবার দাকোপ থানায় হাজির থাকার জন্য বলেন।

পোস্টটি শেয়ার করুনঃ