দাকোপের সাতঘরিয়ায় চোর থেকে রক্ষা পেতে রবিন মিস্ত্রির অবৈধ বিদ্যুৎ সংযোগ
দাকোপের সাতঘরিয়ায় চোর থেকে রক্ষা পেতে রবিন মিস্ত্রির অবৈধ বিদ্যুৎ সংযোগ
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার সাতঘরিয়া গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মারাত্মক ঝুঁকিতে। এলাকা বাসি ও পক্ষে পলাশ বিশ্বাস দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিস বারবার অভিযোগ দায়ের করেছে।খুলনার দাকোপ উপজেলায় ধানের মৌসুম আসলে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ধান ও তরমুজ করতে দেখা যায় অসাধু কিছু কৃষকের। গত ইং ১০ জানুয়ারী পলাশ বিশ্বাস, পিং-পরিমাল বিশ্বাস সাং-সাতঘরিয়া,দাকোপ খুলনা। দাকোপ, সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিস বারবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন যে, রবিন মিস্ত্রি,পিং-নিরঞ্জন মিস্ত্রি, সাং-সাতঘরিয়া,দাকোপ,খুলনা। পাশের বাড়ি সন্জয় মন্ডলের বাড়ি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রবিন মিস্ত্রি তার সবজির বাগানে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভাবে গুনো তার দিয়ে চলাচলে ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। তিনি উল্লেখ করেন যে, পশু ছাগল গরু, ছোট বাচ্চাদের মৃত্যু ঘটতে পারে যে কোন সময়।
এলাকায় খবর নিয়ে জানা যায়,অনেকে আবার বসতবাড়ি থেকে আবাসিক মিটারে সংযোগ নিয়ে কয়েক কিলোমিটার সাধারণ গুনো তার ঝুঁকিপূর্ণ লাইন সংযোগ নেয়। তাতে প্রতি বছর দাকোপ উপজেলার বিভিন্ন মাঠেঘাটে পোষা পশু ছাগল,বেড়া,গরুর পাশাপাশি মানুষ মারা যায়। প্রশাসন ভাবে সাময়িক তৎক্ষনিক জোরালো ভূমিকা পালন করতে দেখা গেলেও পরে তা আর দেখা যায় না। এ অবৈধ বিদ্যুৎ সংযোগ চালুতে এলাকার প্রভাবশালী নেতারা স্বার্থ হাসিল করে বলে জানা যায়। দাকোপ উপজেলা জুড়ে এ অবৈধ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবি জানান। এবং সেই বারুইখালী এলাকা বাসি দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।সরজমিনে দ্রুত উপস্থিত হয়ে, তদন্তের মাধ্যমে রবিন মিস্ত্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তার অবৈধ গুনো তার অপসরণের দাবি জানান।