দাকোপের লাউডোবে অবৈধ বিদ্যুৎ সংযোগে দু’জনের মৃত্যুর সাথে জড়িত আসামি গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ দাকোপের লাউডোবের একই পরিবারের দু’সদস্য অবৈধ বিদ্যুৎ সংযোগে মৃত্যুর সাথে জড়িত আসামিদের গ্রেফতার করেছে র্যাব ৬ খুলনা।চাঞ্চল্যকর চপলা গাইন ও টুম্পা গাইন হত্যা মামলার আসামিদের মোংলা ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে খুলনা র্যাব ৬।জানা যায়, গত ইং ১৯ মার্চ সকাল সাড়ে ১০ ঘটিকায়। শাশুড়ী-বৌমা একই সাথে বাড়ির পাশ্বে ক্ষেতে শাকসবজি তোলার জন্য যায়। তখন ইদুর মারার অবৈধ বিদ্যুৎ সংযোগে শাশুড়ী বিদ্যুৎ স্পর্শ হয়। পরে শাশুড়ীকে বাঁচাতে গিয়ে বৌ’মারও মৃত্যু হয়।এলাকা বাসি ও পরিবারের অভিযোগ পূর্বের শত্রুতার জের ধরে ডাঃ অশোক গাইনের মাতা ও স্ত্রীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার সুত্রে আরো জানা যায়,পরিকল্পিত ভাবে আসামিদের চোরাই বিদ্যুৎ সংযোগের ফাঁদে ফেলে এ হত্যার মত ঘটনা ঘটেছে। সর্ব শেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের কে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।