দাকোপের লক্ষ্মীখোলা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০২৪ নব-নির্বাচিত সদস্যরা
আপডেটঃ মে ২১, ২০২৪ | ৩:১৯
54 ভিউ
ডেস্ক রিপোর্টঃ দাকোপের লক্ষ্মীখোলা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটি-২০২৪ এর নির্বাচনে সভাপতি সনঞ্জিৎ কুমার বালা। গত ইং ১৩ই মে লক্ষীখোলা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় শান্তি পূর্ণ ভাবে সকলের উপস্থিতিতে আনন্দ মুখর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সনঞ্জিৎ কুমার বালা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন ১) দীপঙ্কর শীল ২) রেবতী গাইন ৩)শাহিন আলম খান ৪)মহিবুল আলম শেখ ৫)চম্পা রানী রায়। নির্বাচনের পরে ওই দিন বিকাল সাড়ে ৫ টার সময়। দাকোপ উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসার সমীর বিশ্বাস ও লক্ষ্মীখোলা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের উপস্থিতিতে নির্বাচিত সকল বিজয়ী সদস্যদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সনঞ্জিৎ কুমার বালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কনিষ্ঠ পুত্র। তাছাড়া তিনি ১নং পানখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।