দাকোপের লক্ষ্মীখোলা জিরবুনিয়ার যুবক ও মহিলা মারধরের শিকার,হাসপাতালে ভর্তি
মোঃ বাচ্চু হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ১১:৫২
38 ভিউ
দাকোপের লক্ষ্মীখোলা জিরবুনিয়ার যুবক ও মহিলা মারধরের শিকার,হাসপাতালে ভর্তি
মোঃ বাচ্চু হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ দাকোপের লক্ষ্মীখোলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক ও মহিলা হাসপাতালে ভর্তি। খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা আঃ হান্নান শেখের পুত্র সালাউদ্দিন শেখ(৩০) ও একই এলাকার হারুন শেখের স্ত্রীকে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে । স্থানীয় লোকজন সালাউদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের গুনজন। ঘটনার সুত্রপাত, কয়েক দিন পূর্বে একই এলাকার মোঃ রফিক শেখের পুত্র শামীম শেখের রাজহাস হারিয়ে যায়। গনকের ভাষ্য অনুযায়ী যথাঃ হারুন শেখের পুত্র আরাফাত শেখ,রশিদের পুত্র পরান শেখ, মাহবুব শেখের পুত্র মেহেদী হাসান শেখকের নাম গুনিন উল্লেখ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত নামের যুবকদের খুঁজতে থাকে। পরে বাড়িতে ডেকে নিয়ে একই এলাকার সেলিম শেখ, শামীম শেখ, ডালিম শেখ, শাহিন শেখ, উভয়, পিতা- মোঃ রফিক শেখ, সাং লক্ষ্মীখোলা, উপজেলা দাকোপ,জেলা খুলনা। এবং ইন্ধন দাতা ভাগ্নে কাতিয়ানংলার বাসিন্দা মাসুদ ও মারধর করে বলে জানান। মারধর করার মহূর্তে আত্মচিৎকারে হারুন শেখের স্ত্রী,পুত্র আরাফাতকে বাঁচাতে ছুটে যান। তখন আরাফাতের মাকে গলা ধরে টানাহেঁচড়া করে। এবং পাশে থাকা বাইসাইকেলের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার গলার নিচেয় ও বুকের হাড়ে চরম আঘাত পায়। তার অবস্থা আশংকাজনক বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচারের জন্য আইনী পরামর্শ ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ সকল প্রস্তুতি চলছিল।