দাকোপের লক্ষ্মীখোলা গ্রামে প্রেমিকের বাড়ি প্রেমিকার অনশন
দাকোপের লক্ষ্মীখোলা গ্রামে প্রেমিকের বাড়ি প্রেমিকার অনশন
ডেস্ক রিপোর্টঃ প্রেম মানে না বাঁধা,প্রেম মানে না ধর্ম বর্ণ,প্রেম মানে না ধনী গরীব, উচু নিচু। আসল আর নকল প্রেমিক প্রেমকার যুদ্ধ। তাই তো প্রেম পবিত্র আর নিঃস্বার্থ। প্রেম সৎ আর কোন রং ছাড়াই আনন্দের। গত (ইং ৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপালগন্জ টুঙ্গিপাড়া থেকে এক সন্তানের জননী ভালো বাসা আর প্রেমের সুত্র ধরে বাড়িতে হাজির হয়েছে। এ নিয়ে এলাকার চায়ের দোকানে দোকানে চলছে এলাকায় গুনজন আর আলোচনার ঝড়।এলাকা বাসি সুত্রে জানা যায়, কয়েক মাস পূর্বে ১নং পানখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ মাহাবুর রহমান শেখ (২২) জীবিকার তাকিদে গোপালগঞ্জে যায় কাজে।সেখানে গিয়ে এক সন্তানের জননীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।ভালো বাসার টানে বিয়ের দাবিতে বাড়িতে এখন অবস্থান করছে।এ ঘটনায় দাকোপ থানা পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে রাতে উপস্থিত হয়। স্থানীয় জনগন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে (প্রেমিকা) মহিলার জবাববন্দি নিয়ে তাকে সকলের মতামতের উপর তার নিরাপত্তার জন্য পরমর্শ দেন। এবং তাকে রাত যাপনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়। আবার অন্য দিকে জানা যায় প্রেমিক মাহবুবুর রহমান শেখ পরিবারে চাপে ওধাও হয়েছে। এঘটনায় মহিলা গণমাধ্যম কর্মীদের বলেন, দুজনের মধ্য গোপনীয়তার আলাপনে ভিডিও কল ও অডিও কলে কথা হতো সব সময়। তাছাড়া সর্ব শেষ কয়েক দিন পূর্বে মোবাইল নম্বর ও ফেসবুক যোগাযোগসহ অন্যান্য সকল যোগাযোগ বন্ধ করে দেন। মহিলা আরো বলেন, আমি নিজে বাড়ির ঠিকানা কৌশলে জানিয়ে চলে এসেছি। আমি আর কোন দিন এ বাড়ি ছেড়ে যাবো না। আমার বাবা মা সকলকে বলে এসেছি এবং জানিয়েছি আমি আর ফিরবো না।