দাকোপের লক্ষ্মীখোলার জিরবুনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ আজ ৯মে বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে কায়ুউম নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শরিফুল ইসলামের ছোট পুত্র কায়ূউম (৩) গোসল করতে গিয়ে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়,(জিরবুনিয়া ব্রিজ সংলগ্ন) মুদির দোকানদার শরিফুল ইসলামের ছোট শিশু পুত্র দুপুর আনুমানিক ১টার কিছু আগে মসজিদের সামনের একটি (পুকুরে) খালে পরিবারের কাউকে কিছু না জানিয়ে, শিশু কায়ূউম একা গোসলে যায়। তার কিছুক্ষন পর শিশুর পরিবার শিশুকে না দেখতে পেয়ে।শিশুটির খোঁজতে প্রতিবেশী সম্ভব্য স্থান গুলোতে বিভিন্ন জায়গায় খোঁজতে থাকে।পরে শিশুর দাদী জিরবুনিয়া জামে মসজিদের সামনের পুকুর বা খালে ভাসমান অবস্থা দেখতে পায় শিশুটিকে। তৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুরু হয় হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি ভারি হয়ে উঠে হাসপাতাল এলাকা।এ খবর শুনে মানবিক মানুষ ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাহিদুর রহমান মিল্টন সাহেব উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন।এবং পরে লক্ষ্মীখোলা গ্রামে উপস্থিত হয়ে শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ধৈর্য ধারণের পরমর্শ দেন। জাহিদুর রহমান মিল্টন বলেন, এটা আপনার আমার অসচেতনতার ফল,শিশু মাসুম বাচ্চা,ওরা ভালো মন্দ কিছুই বোঝে না। তাই বিশেষ করে শিশুদের প্রতি মাকে বেশি সতর্ক ও যত্নবান হতে হবে। তাহলে হয়তো এমন দূর্ঘটনা থেকে রেহাই পাবো ও আমাদের বিপদও কম হবে। লক্ষ্মীখোলা গ্রাম যেন ভারি হয়ে উঠেছে, শিশুর এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।