দাকোপের যুবক আল-আমিনের তুচ্ছ ঘটনায় জীবন গেল
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৩ | ৯:৩৪
106 ভিউ
দাকোপের যুবক আল-আমিনের তুচ্ছ ঘটনায় জীবন গেল
ডেস্ক রিপোর্টঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোংলায় বুধবার ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টার দিকে মোংলা পৌর শহরের মামার ঘাট সংলগ্ন এলাকায় আলামিন (৪০) নামে এক ভ্যান চালক কিল ঘুসি ও মারধরে নিহত হয়েছে। নিহত আলামিন বাড়ি খুলনার দাকোপ উপজেলার চালনা খলিশা গ্রামে। সে চালনা পৌরসভার এলাকার সবুর শেখের ছেলে বলে জানা যায়। মোংলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদ্রিস শেখ ও স্থানীয়রা জানান, পৌরসভার মামার ঘাট সংলগ্ন বাজার এলাকায় নিজের ভাড়ায় চালিত ভ্যান চালিয়ে যাওয়ার সময়। ভ্যানের চাকা অসাবধানতা বশত মামারঘাট এলাকার ব্যাবসায়ী শহিদুল ভূইয়ার ছেলে হেলাল ভুইয়ার পায়ে উঠে যায়।এতে হেলাল ভূইয়া ভ্যান চালক আলামিন শেখ এর উপর ক্ষিপ্ত হয় এবং অকথ্য গালিগালাজসহ কিল ঘুষি মারে।তখন ভ্যান চালক আলামিন শেখ রাস্তার উপর লুটিয়ে পড়ে। তৎক্ষনিক স্থানীয়রা ভ্যান চালক আলামিন শেখকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উক্ত দোষী ব্যক্তির গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মোংলা উপজেলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্যরা মোংলা পৌর এলাকার ঘোষ ডেয়ারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার জানান ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্টসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষী ব্যক্তিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।