দাকোপের যুবক আলামিনের হত্যাকারী হেলাল ভূইয়া গ্রেফতার

শেখ জাহাঙ্গীর হোসেন,অপরাধ প্রতিবেদকঃ মোংলা পৌর এলাকার মামার ঘাটে তুচ্ছ ঘটাকে কেন্দ্র করে দাকোপের ভ্যানচালক আলামিন নামের যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আলামিনের হত্যাকারী ঐ এলাকার প্রভাবশালী ব্যবসায়ী শহিদুল ভূইয়ার পুত্র হেলাল ভূইয়াকে পুলিশ রাতে আটক করেছে।মোংলা পৌর এলাকার সাধারন মানুষ মোংলা থানা পুলিশকে সাদুবাদ জানিয়েছেন। ২৫ অক্টোবর রোজ বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় ভ্যান চালক আলামিন মোংলা মামার ঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাও সময় চাকা অসাবধানতায় হেলালের পায়ের উপর উঠিয়ে দেয়।তখন ভ্যান চালক আলামিন দু’হাত প্রার্থনার চিত্রে ক্ষমা চায়। কিন্তু,হেলাল ভূইয়া তার কোন কথা না শুনে অকথ্য গালিগালাজ ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তখন আলামিন মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় জনতা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত কাল ঐ সময় মোংলা ভ্যান চালক শ্রমিকদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করে। পরে মোংলা থানা পুলিশের বিশেষ একটি দল সুরতহাল রিপোর্টসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে অবস্থান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে জেলহাজতে পাঠানোর সকল প্রস্তুতি চলছিল।

পোস্টটি শেয়ার করুনঃ