দাকোপের মৌখালী গ্রামে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া

প্রধান নির্বাহী সম্পাদক, ওলি উল্লাহ

দাকোপের মৌখালী গ্রামে শাজেদুল নামে এক যুবকের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু। এলাকায় শোকের ছায়া।

খুলনার দাকোপ উপজেলা ১নং পানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শাজেদুল শেখ(৩০)। সে মৌখালী গ্রামের মৃত্যু আঃ গনির ছোট পুত্র।

এলাকা বাসির সাথে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে। নিজ ঘেরের নরম পেড়া মাটি উঠানোর জন্য বিদ্যুৎ লাইনে মটর লাইন সেট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তৎক্ষনিক স্থানীয় লোক জনের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় পানখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ সাহেব দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে। শাজেদুলের পরিবারের প্রতিসমবেদনা জ্ঞ্যাপন ও পরিবারের খোঁজ খবর নেন।

সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দাকোপ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ