দাকোপের মাদিয়ার চর থেকে যুবকের মরাদেহ উদ্ধার

আপডেটঃ মে ১১, ২০২৫ | ৯:০৫
28 ভিউ


ডেস্ক রিপোর্টঃ ১০ মে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের মাদিয়ার চর নামক স্থানে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরাদেহ স্থানীয় এলাকাবাসি দেখতে পায়।ওই সময় স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশে খবর দিলে দফাদার নারায়ণ চন্দ্র তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে দাকোপ থানায় খবর দেন। দাকোপ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।ওই প্রাথমিক সুত্রে জানা যায়, ওই এলাকার অনন্ত কুমার মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪৫) এর মরাদেহ।স্থানীয় ভাবে দফাদার নারায়ণ চন্দ্রের সহযোগিতায় মরাদেহ শনাক্ত করা সম্ভাব হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি,পুলিশি তদন্ত চলমান।

এই রকম আরও খবর

সর্বশেষ সংবাদ
