দাকোপের বানিশান্তায় সেজ ভাইয়ের হাতে জখম হয়ে ছোট ভাই হাসপাতালে
********মোকলেছুর রহমান ********
ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে হামলা আর মামলা। হাসপাতালে ভর্তি ছোট ভাই, মাথায় সেলাই নয়টি।
দাকোপ উপজেলার ৯ নং বানিশান্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিনের জেরে ছোট ভাইয়ের মাথায় আঘাত করে সেজ ভাই।
জানা যায় গত ইংরেজি ২৫ শে এপ্রিল ইন্দ্রজিৎ মন্ডল পিং মৃত অজিত মন্ডল সাং পশ্চিম বানিয়াশান্তা, দাকোপ খুলনা।
আপন সেজোভাই কর্তৃক মাথায় জখম হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত জানা যায়, জমিজমার পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সন্দীপ মন্ডল।
সন্দীপ মন্ডল সাংবাদিকদের জানান, তার স্ত্রী প্রিয়া মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন:-
১) সন্দীপ মন্ডল পিং অজিত মন্ডল, ২) মনিকা মন্ডল,জং সন্দীপ মন্ডল, ৩)পরিতোষ মন্ডল, পিং অজিত মন্ডল,৪)পুষ্প মন্ডল, জং পরিতোষ মন্ডল সর্ব সাং পশ্চিম বানিশান্তা ,দাকোপ খুলনা।
অভিযোগে প্রিয়া মন্ডল উল্লেখ করেন , তার স্বামীর উপর সন্দীপ মন্ডলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
তার পরিবার ও দলবল নিয়ে ঝাপিয়ে পড়ে।
তখন স্বামীর বাঁচাও বাঁচাও আত্ম চিৎকারে ছুটে যান স্বামীকে বাঁচাতে প্রিয়া মন্ডল।
তখন সন্দীপ মন্ডল সজরে দা দিয়ে কোপ মারে ইন্দ্রজিতের মাথায়। এবং প্রিয়া মন্ডলের চুলের মুঠি ধরে টানা হেচড়া করে।
পরে উল্লেখিত আরো তিন চার জন স্বামী ও স্ত্রীকে বেদম মারধর করেন। এবং প্রিয়া মন্ডলের গলার স্বর্নের চেন ছিনিয়ে নেয়।
উক্ত বিষয়ে দাকোপ থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।