দাকোপের বাজুয়া উদ্দীপন এনজিও’র উদ্যোগে পাখি পল্লীর শুভ উদ্ভোদন

ডেস্ক রিপোর্টঃপ্রকৃতির এক অপরূপ সৃষ্টি পাখি, উদ্যোক্তা উন্নয়নে “উদ্দীপন” এনজিও’র বিভিন্ন কার্যক্রমের চলমান কর্মসূচির অংশ হিসাবে গ্রাহকদের অর্থনৈতিক মান উন্নয়নে শাক সবজি উৎপাদন, ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ, প্রানীসম্পদ চিকিৎসা ও সংরক্ষণ সহ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে ৭ই অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে সামাজিক উন্নয়ন এনজিও “উদ্দীপনের আয়োজনে বাজুয়া ব্রাঞ্চ ম্যানেজার উদ্যোক্তা সমীর মন্ডলের পরিচালনায় লাউডোব ইউনিয়নের কালিকাবাটি ৭ নং ওয়ার্ডে পাখি পল্লীর স্থান নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির পাখি সুরক্ষা হবে বলে এলাবাসীর ধারনা।উক্ত পাখি পল্লী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লাউডোব পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুব্রত সরকার এনজিও কর্মী রাফিয়া (এফ,সিও) রনি মজুমদার,(এফ,সিও) অভিজিত মন্ডল(হিসাব রক্ষক) এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  সহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুনঃ