মোকলেছুর রহমান

খুলনার দাকোপের বাজুয়া ও লাউডোব ইউনিয়নের ঠিক মাঝামাঝি চড়ার বাঁধে চলছে। অবৈধ নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন।

সরজমিনে উপস্থিত হয়ে জানা যায়, মাননীয় মহিলা এমপি সংরক্ষিত আসনের চেষ্টায় প্রতিবছর যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় ও রাস্তা বড় করনে বৃদ্ধির জন্য ধান হাট সংলগ্ন নদী আংশিক ভরাটে,

বাংলাদেশ সরকার প্রকল্পটি হাতে নেয় এবং সরকারি ভাবে ২২ টন গম সরকারি ভাবে বাজেটে বরাদ্দ হয়ে আসে।

এ বিষয় বাজুয়ার দাকোপ বাসির জন্য এক গভীর আনন্দ ও গর্বের বিষয় হলেও।

এখন বিষয়টি খুবই দুঃখ জনক আর ধিক্কার জানানোর মত পরিস্থিতিতে রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প বাস্তবায়নের পিআইসি উক্ত কমিটি জায়গা ভরাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে আত্মঘাতী বেছে নিয়েছে। যাহা উক্ত বাস্তবয়ান প্রকল্পের এক দম নিকটে।

যে কোন সময় আশ পাশের ঘর বাড়ি ড্রেজারের উক্ত বালু উত্তোলন স্থানে টেনে নিয়ে বড় ধারনের ক্ষতির আশংকায় রয়েছে।

এ বিষয় এলাকা সাংবাদিকদের জানান, এ ভাবে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বেআইনি ও পরিবেশের উপর বড় ধারনের প্রভাব পড়বে।তাছাড়া বাজুয়া ও লাউডোব বাসির জন্য ভবিষ্যতের জন্য চরম আত্মঘাতীও বটে!!

এ আত্মঘাতী ড্রেজার ব্যবহার করার ফলে প্রকল্পের স্থান সহ পাশ্ববর্তী এলাকা ভূমিধসে যে কোন সময় পতিত হতে পারে।

তাই দাকোপ উপজেলা বাসির দাবি একটি ভালো কাজ করতে গিয়ে দশটি দশটি খারাপ কাজ নয়।

তাই এটা বাজুয়া ও লাউডোব বাসি সহ সকল শ্রেণি পেশা মানুষ, সুশিল সমাজ সহ সাধারণ মানুষের দাবী এ প্রকল্পের কমিটি অবৈধ আত্মঘাতী দিয়ে বালু উত্তোলন করে।

পরিবেশে বড় প্রভাব পড়তে পারে ও প্রকৃতি কে হুমকির মুখে ফেলছে এটা অনতি বিলম্বে বন্ধ করার জোর দাবি জানান।

তাছাড়া দাকোপ উপজেলা বাসি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুদৃষ্টি কামনা সহ সুযোগ্য এসিল্যান্ড মহোদয়ের নিকট আকুল আবেদন জানিয়ে বলেছেন যে,

আমরা বাজুয়া বাসি ও লাউডোব বাসি আসা করি দ্রুত সময়ের মধ্যে অবৈধ আত্মঘাতী ড্রেজার বন্ধের নির্দেশনা দিবেন।

এবং আমরা সেই সাথে এটাও আসা করছি যে, সেই সাথে সাথে বৈধভাবে পশুর নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধমে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন।

পোস্টটি শেয়ার করুনঃ