দাকোপের প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকারি জায়গার উপর ঘর নির্মাণ
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ | ৪:০২
42 ভিউ
দাকোপের প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকারি জায়গার উপর ঘর নির্মাণ
নিজস্ব প্রতিনিধিঃ দাকোপের চালনা আচাভুয়া বাজারে প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকারি খাস জায়গার উপর ঘর নির্মাণ করা হচ্ছে। এলাকায় খবর নিয়ে জানা যায়, এই ঘর নির্মাণ করছে সবুজ পল্লীর বাসিন্দা আঃ কুদ্দুসের পুত্র মোঃ রবিউল ইসলাম। উপজেলার চালনা আচাভুয়া বাজারের মেইন রাস্তার পাশে, নদীর চরে। সরকারি খাস জায়গা দখল করে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে,এ ঘর নির্মাণ করে চলেছে। দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের বিষয় দাকোপ উপজেলা এসিল্যান্ড মহাদোয় নিজে সরাসরি উপস্থিত হয়ে, ঘরের কাজ বন্ধ করে দেন। তার কয়েক দিন পরে এসিল্যাল্ড মহাদোয়ের নির্দেশনা অমান্য করে আবারও সেই ঘরের কাজ শুরু করেছে। ঘরের বিষয় স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিউজ হলেও কঠোর কোন ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসনিক ভাবে নেওয়া হয়নি।এলাকা বাসি ও বাজার কমিটির সুত্রে জানা যায়,এলাকা বাসি ও বাজার কমিটি মিলে স্থানীয় জনসাধারণের গন স্বাক্ষরের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তাছাড়া এদিকে ঘর নির্মাণের বিষয় দাকোপ উপজেলা এসিল্যান্ড মহাদোয় এর নিকট জানতে চাইলে তিনি আলোর খবরকে জানান,ওখানে সরকারি জায়গা দখল করে যতগুলো স্থাপনা রয়েছে। দ্রুত সব গুলো ঘর উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হবে।