ডেস্ক রিপোর্টঃ পোদ্দারগঞ্জ ঘাটে প্রতিবন্ধী যুবতীর সন্ধান।পরিচয় ঠিকানা কিছুই বলতে পারে না। চিনলে যোগাযোগ করার অনুরোধ:০১৭১১ ৪৫০ ১৪৮/ গত কাল (২৮ মে) রোজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে।দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ ঘাট সংলগ্ন সাহেবের আবাদের পার, নাম ঠিকানা বিহীন প্রতিবন্ধী এক যুবতী মেয়েকে দেখতে পান। তখন ঘাটে থাকা স্থানীয় জনগন তার চলাফেরা ও আচার-আচরণে সন্দেহ হলে। তৎক্ষনিক উপস্থিত সবাই মিলে পরমর্শ ও আলোচনা করে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক মানসিক রোগী বলে সনাক্ত করেন। এ খবর চারিদিকে পেইজ বুক ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দাকোপ উপজেলা প্রশাসনের দৃষ্টির সীমানায় পড়লে। উপজেলা নির্বাহী সুযোগ্য কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর নির্দেশে জরুরী টিম, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়। জানা যায়, দাকোপ উপজেলা সমাজসেবা অফিসার প্রজাত কুমার রায়, দাকোপ উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া আক্তার ও দাকোপ থানা নারী শিশু আইন সহয়তা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার প্রতিবন্ধী দায়িত্ব গ্রহণ করেন। সর্ব শেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবন্ধী যুবতীকে খাদ্য ও স্বাস্থ্যসেবার দিক নির্দেশনায় ও মানবিক সেবা ও সুস্থ সবল রাখতে। একমাত্র মানবিক কেন্দ্র ও মানসিক রোগীর আশ্রায়স্থান চালনা আচাভুয়া বাজার সংলগ্ন রুদির আশ্রয়নে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ