দাকোপের পানখালী ফেরি ঘাটে বিশাল মানববন্ধন কর্মসূচি

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে কবির ডাকাতের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা হামলায় অতিষ্ঠ এলাকাবাসি। তারই প্রতিবাদে সাধারণ মানুষের বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় দাকোপের পানখালী ফেরি ঘাট অভিমুখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন,পানখালী গ্রামবাসি। এ সময়ে মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব প্রদান ও বক্তব্য রাখেন,পানখালী গ্রামের কৃতসন্তান সাহসী যুবলীগ নেতা জাহিদুর রহমান মিল্টন। বক্তব্য রাখেন, আঃ রহিম গাজী, ইউপি সদস্য মোঃ হানজালা শেখ, ইউপি সদস্য রাশেদুজ্জামান (বাবু) মোঃ আকব্বার আলী,লাবলু প্রমুক।বক্তরা বলেন, কবির ডাকাতের একাদিক বিবাহ। সে রামপাল গদ্দাসকাটি এলাকার বাসিন্দা। সে এই এলাকায় এসে বাড়ি গাড়িসহ অবৈধ টাকার মালিক হয়েছে। তাছাড়া দাকোপসহ খুলনার আশপাশের বিভিন্ন এলাকায় প্রশাসনিক কর্মকর্তার নাম ব্যবহার করে নিজেকে বড় মাপের সোর্স বলে পরিচয় দেয়। পাশাপাশি অসহায় নিরীহ গরীব পরিবারের উপর চালায় অবৈধ মিথ্যা দাপটের অত্যাচার নির্যাতনের গুটি। তেমনি কবির ডাকাতের পরিবারের সদস্যরাও পিছিয়ে নেই। স্ত্রী ডলি বেগম, শাসি পলি বেগম,ও শাশুড়ী আনোয়ারা বেগম মিথ্যা হয়রানি মুলক মামলা দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে বিপাদে ফেলছে। এলাকা বাসি তাদের এমন আচার-আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে উল্লেখ করেছেন। এবং উপস্থিত সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও ন্যায় বিচারের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুনঃ