দাকোপের পানখালী দক্ষিনপাড়ায় রাতে ভয়াবহ আগুন
মোঃ ওলি উল্লাহঃ দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী মধ্য পাড়ায় গভীর রাতে ভয়াবহ আগুন।খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী দক্ষিনপাড়া মহল্লায় রাত আনুমানিক ১ টার দিকে ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটে। জানা যায়,ওই এলাকার বাসিন্দা মোঃ আঃ গফুর শেখের বাড়ির নিজস্ব দুই’টি কুটার গাদায় এ আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে তৎক্ষণিক সকলের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এঘটনায় আলোর খবরের প্রধান নির্বাহী সম্পাদক মোঃ ওলি উল্লাহ দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলেন আঃ গফুর সাহেব আমার শশুর,আমি রাতে আগুনের ঘটনা জানতে পারি। সাথে সাথে চালনা সবুজ পল্লী হতে ছুটে আসি। এসে দেখি আগুন পুরো নিয়ন্ত্রণে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার স্থানীয়রা প্রাথমিক ধারনা করছেন, কে’বা কারা গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে ষড়যন্ত্র মুলক এ আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাকোপ থানায় একটি ডিজির প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।