দাকোপের নলিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইমদাদুল ইসলামের কাগজ পত্র উদ্ধার

সুতারখালী প্রতিনিধিঃ দাকোপের নলিয়ান থেকে আলহাজ্ব কাজী ইমদাদুল ইসলামের রেজিস্ট্রার বিবাহের খাতা পত্র উদ্ধার।

আজ দাকোপ থানা পুলিশের এস আই রবিউল ইসলাম বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় উপজেলার নলিয়ান কেন্দ্রীয় মসজিদ থেকে এ খাতা পাত্র উদ্ধার হয়।

জানা যায় কয়েক মাস আগে আলহাজ্ব কাজী ইমদাদুল ইসলামের সাথে পারিবারিক কোলাহলের সুত্র নিয়ে দু ভাইয়ের মধ্য ঝগড়াবিবাদ সৃষ্টি হয়।

দুই ভাই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।এবং বিভিন্ন পত্রপত্রিকায় খবরাখবর প্রকাশিত হয়।

তাছাড়া সংবাদ সম্মেলন করে থামে না তারা কাজী ইমদাদুল ইসলাম, জিএম আজিজুল ইসলামের নামে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয় যে, জিএম আজিজুল ইসলাম ইমদাদুল ইসলামের বিবাহের সকল কাগজ পত্র আত্মসাৎ করেছে এবং হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।

সর্ব শেষ মামলার দায়িত্ব দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এস আই (নিঃ) রবিউল ইসলামকে দেন।

তারই ধারবাহিকতায় আজ উদ্ধার গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশের সহযোগিতায় তল্লাশী চালায়।

ব্যাপক তল্লাশীতে বি তালাক বই একটি, ডি তালাক বই একটি, সি তালাক বই একটি, এবং অনেকগুলো বিলং ফ্রম পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুনঃ