আল মামুন, সুতাখালী ইউনিয়নঃ খুলনার দাকোপের নলিয়ান নদীর ইজারা বাতিলের দাবিতে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সুতারখালি বাইনপাড়া মাদার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সামনে রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময়ে সুতারখালি ইমাম পরিষদের মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুতরখালি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শেখ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা জুবায়েদুর রহমান বুলবুল,সাইফুল ইসলাম, জিল্লুর রহমান নান্টু, শেখ বদিয়ার রহমান, মাহমুদ গাজী, খোকন মল্লিক, শহিদুল গাজী, আব্দুর গফুর, রেজাউল মোল্লা, সেলিম সরদার, মোশারফ মল্লিক, মাসুম মল্লিক, মাসুম গাজী, মিল্টন সরদার, আব্দুল্লাহ গাজী, বাবুল গাজী, আজিজুল গাজী, মিঠুন, পরিমল মন্ডল, আলমগীর, সাইবুর গাজী, জনসন ঢালী,আতিকুল সরদার ও বাপ্পি প্রমূখ।মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন,ইজারাদার নলিয়ান নদীতে এখন লবণ পানি তুলে আমাদের আগামী বোরো ধান চাষের ক্ষতি করছে। বক্তারা উক্ত নদীর ইজারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের ইজারা বাতিলের জোর দাবি জানান।

পোস্টটি শেয়ার করুনঃ