দাকোপের নলিয়ানের দেবদাসের মরাদেহ পাওয়া গেছে নদীর চরে
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৩ | ১০:৩৪
29 ভিউ
দাকোপের নলিয়ানের দেবদাসের মরাদেহ পাওয়া গেছে নদীর চরে
ওলি উল্লাহঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজের বিশাল সম্মেলন শেষে বাড়ি ফিরা হলো না দেবদাস সরকারের। গত ইং ১৩ নভেম্বর নলিয়ান লঞ্চ ঘাট থেকে উঠার সময় অসাবধানতায় লঞ্চ ও পল্টনের মাঝে নদীতে পড়ে যায়। ঐ সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও কালাবগি যুব ফাউন্ডেশন সংগঠনটি অনেক খোঁজাখুজি করে। কিন্তু, দুঃখের বিষয় তার কোন খোঁজ পাওয়া যায় না। তাছাড়া গত ১৪ নভেম্বর তার বাড়িতে একটু সান্তানার বানী নিয়ে উপস্থিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।সর্ব শেষ আজ সকালে শিবসা নদীর চরে তার মরা দেহ পাওয়া গেছে। জানা যায়,দেবদাস সরকার সুতারখালী ইউনিয়নের নলিয়ানের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরাদেহ বাড়িতে ছিল।