ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের দক্ষিণ শ্রী নগর গ্রাম থেকে এক গৃহ বধূর মরাদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।জানা যায়, সে ওই গ্রামের আব্দুল আল গালিবের স্ত্রী। আজ (৩১ জানুয়ারী) রোজ শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় আফরোজা খাতুন (১৮) নামের গৃহ বধূ নিজ সোয়ান ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পারে তার শাশুড়ী। ওই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মৃত্যু পায়। গৃহবধূ শ্রী নগর গ্রামের আনোয়ার পাড়ের পুত্রবধু। গৃহবধূর পরিবার সুত্রে জানা যায়, গত চার মাস পূর্বে সাতক্ষীরা জেলার আসাশনি উপজেলার শুভদ্রাকাটি গ্রামের রবিউল ইসলামের ছোট কন্যার সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। আব্দুল্লাহ আল গালিব ও আফরোজার সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ কি করে, কি হলো! তারা বলতে পারে না এমন বলেন দুটি পরিবারের সদস্যরা। গৃহবধূর মেজবোন গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯ টার পরে আমাদের কল করে জানায় আফরোজা গলায় দড়ি দিয়ে মারা গেছে। তার পরে আমরা এসে দেখি বাড়ি লোকজন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আসা করি।এর আগে খবর শুনে দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তর শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহ বধূর স্বামীসহ শশুর বাড়ির লোকজন ও তার পরিবারের লোকজন দাকোপ থানায় অবস্থান করছিল।

পোস্টটি শেয়ার করুনঃ