দাকোপের চুনকুড়ি বাঁধে রাতের আঁধারে চায়ের দোকানে চুরি
দাকোপের চুনকুড়ি বাঁধে রাতের আঁধারে চায়ের দোকানে চুরি
স্টাপ রিপোর্টার অচিন্ত দাসঃ খুলনার দাকোপের বাজুয়ার চুনকুড়ি বাঁধ সংলগ্ন মনিরের চায়ের দোকান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গত ইং ৬ ডিসেম্বর রাতে সারা দিন দোকানের কার্যক্রম শেষে মনির বাড়িতে যায়। আজ (৭ ডিসেম্বর) সকালে দোকানে এসে দেখেন তার কাটা। দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখাতে পায়, তার দোকানের মালামাল ছড়ানো ছিটানো।এ বিষয় মনির আলোর খবরকে বলেন,আমার দোকানের টিন কেটে চোর প্রবেশ করেছে। আমার দোকান চুরি হয়েছে, এটা সবাই দেখতে পারছেন। আমার মালামাল এলোমেলো ছুড়ানো তাছাড়া আমার ক্যাশে টাকা ছিল সেটাও চোরে নিয়ে গেছে। আমার এক মাত্র আয়-রোজগারের স্থান এটা, আমি সব হারিয়ে নিঃস্ব। তিনি আরো বলেন, বাজার নাইট গার্ড থাকাকালীন এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয় তদন্তের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। সর্ব শেষ জানা যায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুরি ঘটনায় দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছিল।