ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ সালের সমগ্র বাংলাদেশের পঁয়ষট্টি হাজার শিক্ষার্থীর মধ্যে দাকোপের সেরা কিন্ডারগার্টেন চিলড্রেন পার্ক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সপ্তক গাইন দ্বিতীয় স্হান অধিকার করেছে। এই রেজাল্ট পাওয়ার সপ্তক গাইনের মা,বাবা এবং শিক্ষক বৃন্দ সবাই খুশি। সপ্তক গাইনের বাবা চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মা পিংকি তরফদার একজন গৃহিণী। সপ্তক গাইনের বাবা, মা তাদের প্রিয় সন্তানের জন্য দেশবাসি সকলের নিকট দোয়া আর্শিবার্দ প্রার্থনা করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ