ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার চালনা পৌরসভার উপ-নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ এপ্রিল রোজ রবিবার খুলনার দাকোপের চালনা পৌরসভা এলাকার ৪,৫,৬, এর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট জন প্রার্থী সংরক্ষিত মহিলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তমালিকা ফেরদৌসী চশমা প্রতীক নিয়ে ৭১৬ ভোটে পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্মীতা বিশ্বাস, আনারস প্রতীক নিয়ে ৬৮৮ ভোট পায়। চালনা পৌরসভার মোট তিনটি কেন্দ্রে সকাল ৮ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে। ভোটার আনন্দের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে খুশি বলে জানা যায়। ভোট কেন্দ্র গুলো ছিল প্রশাসনের কঠোর নজরদারির মধ্য। ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি। পাশাপাশিদাকোপ উপজেলা প্রশাসনের পক্ষে দাকোপ থানা পুলিশ কঠোর ভুমিকা পালন করেন। এ ছাড়া ভোটের মাঠে র‍্যাব, গোয়েন্দা পুলিশসহ দাকোপ উপজেলা নির্বাচন অফিসারসহ বিশেষ টিম নিয়োজিত ছিল। কোন প্রকার সংহিতা ছাড়া শান্তি পূর্ণ ভাবে ভোট দিয়েছেন ভোটরা। নির্বাচন অফিস সুত্রে জানা যায়,আবুল হোসেন বালিকা বিদ্যালয়ে ভােটার সংখ্যা১০০৮ ভোট। চালনা সরকারি বালিকা বিদ্যালয়,১২১৫,ও ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয় ৯৪৭। মোট তিনটি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩১৭০। এর মধ্য ২৮ ভোট বেশি পেয়ে চশমার জয়লাভ করেন।জানা যায়,এ সংরক্ষিত আসনে মহিলা সদস্যা হিসেবে হাসিনা বেগম ছিলেন। তার অকাল মৃত্যুতে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষনা দেন। এ উপ-নির্বাচনে তিন জন মহিলা সংরক্ষিত উক্ত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় করেন।এর মধ্য তমালিকা ফেরদৌসী চশমা মার্কা ,স্মীতা বিশ্বাস আনারস, মরিয়ম জবা ফুল মার্কা নিয়ে নিয়ে লড়েন।

পোস্টটি শেয়ার করুনঃ