ডেস্ক রিপোর্টঃ দাকোপের চালনা আচাভুয়া বাজার জমজম পানির ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। গত ইং ২৬ জুলাই রোজ শুক্রবার সময় তখন আনুমানিক রাত সাড়ে ১০ টা। চালনা পৌরসভা এলাকার আচাভুয়া বাজার পানি বিক্রয়ের দায়িত্বে থাকা ম্যানেজার মোঃ নুর নবী (৫৫) ভারসাম্যহীন মহিলা (পাগলী) জাহিদা বেগমকে নিয়ে প্রতিষ্ঠানের মধ্য অবস্থান করে। এবং ম্যানেজার প্রতিষ্ঠানের সামনের সাঠার বন্ধ করে দিয়ে, অনৈতিক কাজ করার মহূর্তে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পিচনের দরজা দিয়ে পালিয়ে যায়।প্রতিষ্ঠানের মালিকের সহযোগিতায় সাঠার খুলে দেখা যায়,পাগলীকে খোলামেলা কাপড়ে জনগন উদ্ধার করে। গোপন সুত্রে জানা যায়, অভিযুক্ত ম্যানেজার মোঃ নুর নবী খা দীর্ঘদিন ধরে প্রায় সময় ওই ভারসাম্যহীন মহিলাকে খাবারসহ বিভিন্ন ভাবে লোভ লালসা দিয়ে আসছিল। তাছাড়া তার শরীরিরের বিভিন্ন অস্পষ্টকতার স্থান গুলোতে হাত দিতেও দেখা যায়। উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পাশাপাশি দাকোপ থানা পুলিশের জরুরি টিমের সাথে প্রতিষ্ঠানের মালিকের সৌজন্যে সাক্ষাৎ হয়। পরে প্রতিষ্ঠানের মালিক ঘটনার সত্যতা স্বীকার করে তীব্র নিন্দা জানিয়েছেন। এবং আইনুনক ব্যবস্থা গ্রহণের পরমর্শ দেন।

পোস্টটি শেয়ার করুনঃ