ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার চালনা পৌরসভার চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইসা বাবুল( পিউ)- ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দেশব্যাপী স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তার এ সাফল্যে শিক্ষা-শিক্ষিকা অভিভাবকসহ দাকোপবাসি গর্বিত।
এই স্কুল থেকে ২০২৪ সালে আরও অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে—১ম শ্রেণিতে ২য় স্থান ১ জন,১ম শ্রেণিতে ৩য় স্থান ১ জন৩য় শ্রেণিতে ৩য় স্থান ১ জন এছাড়া মোট ২২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।এর আগেও, ২০২৩ সালে ৪র্থ শ্রেণিতে দেশসেরা ১ম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছিল এই মেধাবী শিক্ষার্থী।রাইসা বাবুল পিউর পিতা বাবুল হোসেন একজন প্রবাসী ও প্যারামেডিকেল  ডাক্তার,এবং মাতা রুমানা খাতুন একজন বেসরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে।রাইসার এই অসাধারণ সাফল্যে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী গর্বিত। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই ছোট্ট মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে সবাই আশাবাদী। রাইসার স্বপ্ন ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন পরিবার। যাতে সে ভবিষ্যতে সত্যিকারের “মানুষ” হতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে।পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,রাইসার পরিবার তার এই সাফল্যের পেছনে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের অসামান্য ভূমিকার জন্য চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের পরিচালক সাগর সেন সহ সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।যাঁরা পরম যত্নে, দায়িত্বশীলতা ও ভালোবাসার সঙ্গে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষাদানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।দাকোপের এই গর্বিত সন্তানের জন্য রইলো দোয়া ও ভালো বাসা।

পোস্টটি শেয়ার করুনঃ