দাকোপের গড়খালীতে স্ত্রী সুবর্ণাকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে স্বামী সুজন
দাকোপের গড়খালীতে স্ত্রী সুবর্ণাকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে স্বামী সুজন,,
***ডেস্ক রিপোর্ট ***
দাকোপের গড়খালী গ্রামে গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে স্বামী ঘাতক সুজন।
গত কাল ইং ২রা জুলাই রোজ রবিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালী গ্রামের বাসিন্দা সতীষ সরকারের পুত্র সুজন সরকার গৃহবধূ সুবর্ণাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ঘটনায় সুবর্ণা সরকারকে জরুরী ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, পরিবারে স্বামী- স্ত্রী দু’ জনের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকে। সর্ব শেষ গত কাল রবিবার স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বির্তকের সুত্র নিয়ে এ মারাত্মক জখমের ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সুবর্নার চিকিৎসা চলছিল।