দাকোপের খাটাইলে পরিবেশ দূষণ ও রোগাক্রান্ত মরা শুকুর নিয়ে বাজারজাত
দাকোপের খাটাইলে পরিবেশ দূষণ ও রোগাক্রান্ত মরা শুকুর নিয়ে বাজারজাত
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রোগাক্রান্ত ও মরা শুকুর মানুষের মাঝে বাজারজাত ও প্রতারণা করে খাওয়ানোর অভিযোগ উঠেছে। এলাকা বাসি সুত্রে জানা যায়,খাটাইল গ্রামের শুকুর ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস,পিং-শংকর বিশ্বাস, দাকোপ,খুলনা। দীর্ঘ দিন সরকারী চলাচলের একমাত্র মেইন রাস্তা সংলগ্ন শুকুরের অবৈধ খামার পরিচালনা করে আসছে। এতে করে রাস্তায় চলাচলে যাত্রীদের ও খামারের পাশে থাকা কয়েকটি পরিবারের উপর দুর্গন্ধের প্রভাব পড়ছে। চরম ভাবে খামারের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে পরিবারের সদস্যরা।এলাকা বাসি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিরা বার বার বলা শর্তেও বন্ধ হয়নি। গত ৩রা মার্চ রোজ রবিবার, খামারের ভিতর প্রবেশ করে দেখা যায়, একই খামারের গরু ও শুকুর পালন চলছে। খামারের ভিতর থাকা শুকুরের দিকে একটু খেয়াল করলে চোখে পড়বে অসুস্থ শুকুর। সারা গায়ে এক ধারনের ক্ষত আর ঘা’ পাচড়ায় ভরা। এছাড়া খামারের পাশে থাকা মেইন সড়ক ছিদ্র করে, দূষিত ময়লা ফেলে খাবার ও গোসলের পানি নষ্ট করছে এমন দৃশ্য দেখা যায়। খামার পরিদর্শন কালে ঐ সময়ে খামারে থাকা পরিতোষ বিশ্বাসের স্ত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি,কথা বলতে অনিচ্ছুক প্রকাশ করেন। এবং তাৎক্ষণিক খামারের মালিক (স্বামীকে) ফোন করেন। খামারের পাশে থাকা পরিবারের সদস্যরা জানান, আমরা ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিলেই দুর্গন্ধ এসে বোমি হয়ে যায়। তারা আরো বলেন, মরা,রোগাক্রান্ত শুকুর কেটে বাজারে নিয়ে বিক্রি করে মানুষকে খাওয়াচ্ছে। সকল তথ্য সংগ্রহ শেষে দেখা যায়, নেই কোন পরিবেশ সংরক্ষণ আইনের লাইসেন্স,নেই খামারের কোন নিয়মনীতি। এ বিষয় এলাকা বাসি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিরা সকলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সরাসরি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তদন্ত করে এ খামারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।