দাকোপের খাটাইলে ছাগল চোরের বিচার স্বজনপ্রীতি জনগন আসা করে না।
দাকোপের খাটাইলে ছাগল চোরের বিচার স্বজনপ্রীতি জনগন আসা করে না
দাকোপের খাটাইল গ্রামে ছাগল চোরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। গত ইং ২৯ নভেম্বর বুধবার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাটাইল গ্রামের বাসিন্দা মৃত ইব্রাহিম ফকিরের পুত্র মিজানুর রহমান ফকিরের দুইটি ছাগল হারিয়ে যায়। পরে অনেক খোজাখুজি করেও কোন সন্ধান মেলে না। পরবর্তীতে ছাগলের মালিক গোপনে খোঁজ নিয়ে জানতে পারে একই এলাকার কয়েক জন যুবক জড়িত। প্রাথমিক ভাবে ছাগলের মালিক স্থানীয় ভাবে বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করে এবং ইউপি সদস্য ও কয়েক জনকে জানান। কিন্তু,কোন সমাধা আসে না। পরবর্তীতে বিষয়টি জানা জানি হয়। এলাকা বাসি সুত্রে বিষয়টি পরিষ্কার যে, খাটাইল গ্রামের কয়েকজন যুবক মিলে সাপ্তাহিক হাট বুধবারের বাজারে ছাগলগুলো বিক্রি করে।এ ঘটনায় সর্ব প্রথম অস্বীকার করলেও সুনির্দিষ্ট তথ্য প্রমানে এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত একটি মহল। তাছাড়া একটি সুত্রেজানা গেছে, আজ গ্রাম্যভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিসীর কথা রয়েছে।