ডেস্ক রিপোর্টঃ গত ইং ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার সময় দাকোপ উপজেলার কৈলাশগন্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তার পাশে সরকারি গাছ কাটার দৃশ্য দেখা যায়। ওই সময় সরকারি গাছ কাটা পিস পিস কাঠ ও কুড়াল দিয়ে টুকরো টুকরো করা অবস্থায় একাদিক টুকরো সাংবাদিকরা দেখতে পায়। ওই সময় গাছ কাটার বিষয় স্থানীয়দের কাছে জানতে চাইলে ওই এলাকার বাসিন্দা মোঃ ইলাহি হাওলাদারের নাম উল্লেখ করেন। জানা যায়, ইলাহি হাওলাদার ওই এলাকার বাসিন্দা মৃত আজিজ হাওলাদারের পুত্র।ওই সময় গাছ কাটার বিষয় জানার জন্য আলোর খবরের বিশেষ টিম ইলাহি হাওলাদারের বাড়িতে অবস্থান করে ও খোঁজ নেয়। তখন তাকে বাড়িতে পাওয়া যায় না। তাকে না পেয়ে তার কন্যার কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে এবং তাকে কল করে। ইলাহি মোবাইলে গাছকাটার বিষয় সত্যতা স্বীকার করেন, এবং তিনি দাপটের সাথে বলেন, আমি গাছ কেটেছি তা কি হয়েছে?আমার মেয়ের বিয়ে’তে রান্নাবান্না করতে জ্বালানি কাঠ লাগবে তাই আমি গাছ কেটেছি। তিনি আরো বলেন আমি আমাদের মেম্বার অনাদী গাইনকে জানিয়ে তারপর সরকারি গাছে হাত দিয়েছি। মেম্বার বাবু সব জানেন। মেম্বারের সাথে কথা বললেই সব পরিষ্কার হয়ে যাবে। পরে ইউপি সদস্য অনাদী গাইনের সাথে মোবাইল ফোনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয়, তিনি জানান,আমি কেন গাছ কাটতে বলবো? তাছাড়া আমাকে বলেছিল, আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে রান্না-বান্না করার জন্য কিছু কাঠ দরকার। আমি বলেছিলাম কিছু ডালপালা কেটে নিতে। কিন্তু, আমি তো তাকে গাছ কাটতে বলি নাই। আমি ব্যস্ত সাক্ষাৎতে কথা হবে। এখানে গাছের বিষয় আরো জানার চেষ্টা করলে,আরো তথ্য বেরিয়ে আসে। ইউপি সদস্যের কথা অনুযায়ী তিনি সরকারী গাছ কেটেছে। এ ঘটনার বিষয় তথ্য সংগ্রহ কালে আরো গোপন তথ্য বেরিয়ে আসে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান,ওই সময়ের প্রভাবশালী চেয়ারম্যান মিহির মন্ডলের সাথে মিশে এই ইলাহি হাওলাদার রাজনীতি করতেন। তিনি চেয়ারম্যানের একদম কাছের মানুষ। তাছড়া মেম্বার অনাদী গাইনও পলাতক মিহিরের লোক। এরা কাউকে মানে না,গায়ের জোরে পূর্বের ক্ষমতার দাপটে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের দাবি। পরে খোঁজ নিয়ে জানা যায়,এ সরকারি গাছ কাটার সাথে ইউপি সদস্য অনাদী গাইন সম্পৃক্ত জড়িত। এ বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে আপনার কাছ থেকে এই প্রথম শোনলাম। তবে এটা দেশের মানুষের সম্পদ। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। আমি সব সময় অপরাধীর বিরুদ্ধে। অপরাধী যেই হোক আমিও এর সুষ্ঠ সুন্দর তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি চাই।

পোস্টটি শেয়ার করুনঃ