ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কুলসুম বেগম ও আজু বৈদ্য মারাত্মক জখম হয়ে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।অভিযোগ সুত্রে জানা গেছে, গত ইং ১৫ মার্চ রোজ শুক্রবার সময় আনুমানিক সন্ধ্যা ৬ টায়। মোঃ আজু বৈদ্য কালাবগি বাজারে জমির ক্রয়ের ১ লাখ ২০ হাজার টাকা দিতে যাওয়ার পথে পূর্বের শত্রুতার জেরধরে জসিম উদ্দিনের নেতৃত্বে তার উপর এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান। তিনি জানান, দধীর টাটী দিয়ে তার মাথার পিছনের পাশে সজোরে আঘাত করে। তখন সে মাটিতে লুটে পড়ে ও বাচাও বাচাও বলে তার ডাক চিৎকারে ছুটে যান,বাচাতে তার স্ত্রী। পরবর্তীতে স্ত্রী কুলসুম বেগম ঘটনাস্তলে পৌছালে একই দধীর টাটী দিয়ে উপস্থিত ছিনতাই কারীরা তার ডান পাশের চোখের উপর বরাবর আঘাত করে। অল্পের জন্য চোখের কোন ক্ষতি না হলেও কপালে পাঁচটি শেলাই লাগে। এ ঘটনায় জড়িত তিনজনের নাম উল্লেখ করে ভুক্তভোগী কুলসুম বেগম দাকোপ থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর জামাই মোঃ জাহিদ হাসানের মাধ্যমে প্রেরন করেন বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুনঃ