দাকোপের কালাবগি গ্রামের যুবক খায়রুলের মরা দেহ পাওয়া গেছে
খুলনার দাকোপের কালাবগি গ্রামের সেই যুবক খায়রুলের মরা দেহ পাওয়া গেছে,,
***ডেস্ক রিপোর্ট ***
দাকোপ উপজেলার কালাবগি গ্রামের খায়রুলের মরা দেহ পাওয়া গেছে।
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগির বাসিন্দা আরশাদ আলী মোড়লের পুত্র খায়রুল মোড়ল (২৫) এর মরা দেহ পাওয়া গেছে।
জানা যায়, গত ইং ২৭ জুন রোজ মঙ্গলবার আনুমানিক সাড়ে নয়টার দিকে খায়রুল ও তার চাচি (বুলবুলি) নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়।
ওই সময় খায়রুলের চাচি (বুলবুলি) মালের (জঙ্গলের) গায়ে অবস্থান করে।এবং খায়রুল নদীর চরে নেমে গিয়ে হাতে খ্যাপা জাল টানতে থাকে।
ঠিক তখনই ঘাতক রাক্ষুসে কুমির খায়রুলকে নিয়ে যায়। কয়েক বার ডুবু ডুবু ভাব করে চোখের পলকে অদৃশ্য হয়ে যায় খায়রুলকে নিয়ে ঘাতক রাক্ষুসে কুমির।
তখন খায়রুলের চাচি (বুলবুলি) চিৎকার করে লোক জড়ো করে। এবং এলাকাবাসি বন বিভাগ সহ অন্যান্য সকল শ্রেণির মানুষের উপস্থিত ঘটে।
খোঁজতে খোঁজতে সকাল হয়ে গেলেও খায়রুলের মরা দেহ বা তার কোন সন্ধান মেলে না।
সর্ব শেষ বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালাবগি টুরেস্টপরেষ্ট অফিসের অদুরে একটি মরা দেহ ভেসে আসতে দেখে ওইখানকার বন বিভাগের সদস্যরা।
পরে লাশের পাশে গিয়ে মরা দেহ দেখে উপস্থিত এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধি খায়রুলের লাশ সনাক্ত করেন।